'\"শুকরিয়া কিচেন\" এভরিডে ঢাকার আজকের পর্বে থাকছে একটি হোমমেড স্ট্রিটফুডের কথা। হোমমেড এবং স্ট্রিটফুড শব্দ দুটো একসাথে খুব একটা শোনা যায়না, তবে এই ফুডকার্টটি তার ব্যতিক্রম। এই শুকরিয়া কিচেনের বিশেষত্ব হচ্ছে এর সত্ত্বাধিকারী প্রতিদিন বাসা থেকে নিজে প্রতিটি আইটেম বানিয়ে এনে বিক্রি করেন। খাবার আইটেমের ভিতরে দুপুরে সপ্তাহে প্রতিদিন ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যায়। যেমন শনিবার ভুনা খিচুড়ি।পাওয়া গেলে পরেরদিন হয়তো পাবেন তেহারি অথবা ফ্রাইড রাইস দিন ভেদে ৬০-৯০টাকার ভিতরে। এছাড়া হোমমেড নুডুলস, পাস্তা, স্যান্ডউইচ, বার্গার, আলুরচপ ইত্যাদি পাবেন প্রতিদিনই, দাম পড়বে ১০ থেকে ৫০ টাকা। এছাড়া চা কফি পাবেন, পাটিসাপটা পিঠাও পাবেন। সবগুলো খাবারের স্বাদই মোটামুটি ভালোই। তবে বিশেষ যে খাবারটির কথা না বললেই নয়, তা হলো ডিমের পুডিং। অসাধারণ এই হোমমেড পুডিং এখানে গেলে খেতে ভুলবেন না, দাম পড়বে মাত্র ৩০ টাকা প্রতি পিস। ফুডকার্টটির অবস্থান গুলশান ১ ও ২ এর মাঝামাঝি ১১৩/এ নাম্বার রোডে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশে। গুলশান এলাকাটি বর্তমানে অফিসপ্রধান হওয়ায় অনেকেই চিন্তা করেন দুপুরে কি খাবেন। তারা এখান থেকে হোমমেড খাবার চেখে যেতে পারেন দুপুরে অথবা সন্ধ্যায়। তবে বসার পর্যাপ্ত জায়গা না থাকায় দাঁড়িয়ে খেতে হতে পারে অনেক সময়। এভরিডে ঢাকা ফুড রেটিং: ৭.৫/১০ (শুধুমাত্র পুডিং এর জন্য :১০/১০) বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/EverydayDhakaBlog/'
Tags: homemade food , Dhaka , streetfood , black bun burger , Gulshan , chicken sandwitch , Egg Pudding , shukria kitchen , everyday dhaka , হোমমেড , স্ট্রিটফুড , গুলশান , এগ পুডিং , চিকেন স্যান্ডউইচ , ব্লাক বান বার্গার
See also:
comments